জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী
ঘটনাবহুল এ পৃথিবীতে প্রতিদিনই ঘটে অসংখ্য ঘটনা; এর মধ্যে কিছু কিছু ঘটনা ছাড়িয়ে যায় বিশ্বাসের সব মাত্রা। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। থানায় গিয়ে জিনের বিরুদ্ধেই মামলা করে দিয়েছেন এক নারী। তাও আবার যেনতেন অভিযোগ নয়, একেবারে ধর্ষণ মামলা। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’। অভিযোগকারী নারীর দাবি, দোষী জিন তার স্বামীর ওপর ভর করে তাকে ধর্ষণ করেছে। প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের ভাদর গ্রামে নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন ৪০ বছর বয়সী এক নারী। গত বৃহস্পতিবার কাকরালি থানায় করা প্রথম তথ্য বিবরণীতে (এফআইআর) তিনি দাবি করেছেন, অভিযুক্তের ওপর ‘জিন’ ভর করে তাকে এসব কাজে বাধ্য করছে। এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এফআইআরে ওই নারী অভিযোগ করেন, তার ১৮ বছর বয়সী স্বামী তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে তার দাবি, স্বামীর ওপর একটি জিন ভর করে এবং সেই জিনই তাকে এমন কাজ করায়। তিনি বলেন, ‘আদিল নামে এক জ...