ইউএনওর মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের করা প্রতারণা মামলায় বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অধ্যক্ষ ইমদাদুল হককে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে হালুয়াঘাট থানায় ইমদাদুল হককে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে ইউএনওর পক্ষে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন উপজেলা প্রশাসনে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আবুল হাসনাত রনি। উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। ২০১০ সালে নিম্নমাধ্যমিক ও ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এমপিওভুক্ত হয়। অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানের স্বাক্ষর জাল করে পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারীর এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের পরিচালকের কাছে আবেদন করেন। আবেদনে যাদের নাম দেওয়া হয় তারা হলেন, প্রভাষক মোহাম্মদ খায়রুল ইসলাম, মোস্তফা হাসান, মো. ফারুক খান, বিউটি রানী সরকার, মোছা. শেফালী খাতুন ও অফিস সহায়ক রিফাত হাসান। খবরটি ইউ...