এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ধামরাই উপজেলা এনসিপির তৃণমূলের নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার আগে তার কোনো পরিচিতি না থাকা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকা ও স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন। খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি প্রথম পর্যায়ে ধামরাই উপজেলাসহ ১২৫ আসনে তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করে। তখন আমরা ঢাকা-২০ তথা ধামরাই উপজেলার এনসিপির মনোনীত প্রার্থীর নাম জানতে পারি ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। তিনি বলেন, এই ঘোষণার আগ পর্যন্ত ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টি এবং কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং ’২৪-এর আন্দোলনেও তার কোনো ভূমিকা ছিল না। প্রার্থী ঘোষণার পরে জাতীয় নাগরিক পার্টি ধামরাই...